back to top

Related Posts

অভিনেত্রী মিমি গুরুতর অসুস্থ

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিন আগেই করোনার ভুয়া টিকা নিয়েছিলেন তিনি। এর চারদিনের মাথায় অসুস্থ হয়ে পড়লেন।

শনিবার ভোর থেকেই সমস্যা শুরু হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় অভিনেত্রীর বাড়িতেই হাজির হন চিকিৎসক।

মিনি বলেন, খুবই দুর্বল হয়ে পড়েছি। ভোর ৪টা থেকে পেটে যন্ত্রণা হচ্ছে। ভোর ৬টায় চিকিৎসক বাড়িতে আসেন।

জানা যায়, মিমির রক্তচাপ নেমে গিয়েছে। পেটেও খুব যন্ত্রণাও হচ্ছে। শরীরে দেখা দিয়েছে পানির অভাব।

ডিহাইড্রেশনের ফলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও রাজি হননি অভিনেত্রী। আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

Popular Articles