back to top

Related Posts

মেক্সিকোতে গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গোলাগুলির ঘটনায় ১৮ জন মেক্সিকোতে নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। গোলাগুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বেশ কয়েকটি সন্দেহভাজন প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারীদের গ্রুপের মধ্যে স্থানীয় সময় ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। রাজ্য সরকারের মুখপাত্র রোকিও আগুইলার জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে বেশ কয়েকটি মাদক পাচারকারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই একদল অন্যদলের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এর আগে গত বুধবার জাকাতেকাস রাজ্যের একটি ব্রিজে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এরপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গোলাগুলির খবর এসেছে। মেক্সিকোতে প্রায়ই মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অনেক সময় ক্ষমতা টিকিয়ে রাখতে প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অন্যের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে।

Popular Articles